প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০
করোনা মোকাবেলায় ও জনসচেতনতা সৃষ্টিতে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করছেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর ফরিদা ইলিয়াছ। গতকাল ৪ জুলাই রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি বড় স্টেশন এলাকার যমুনা রোড, টিলা বাড়ি, রেলওয়ে বড়স্টেশন, মাছঘাট, মোলহেডসহ উক্ত এলাকার বিভিন্ন মহল্লার অলিগলি বাসা-বাড়িতে গিয়ে গিয়ে প্রায় ৫শ’ মাস্ক বিতরণ করেন। তিনি রাস্তায় চলাচলকারী রিক্সা ড্রাইভার থেকে শুরু করে সকল যানবাহনের ড্রাইভারদের মাস্ক প্রদান করেন।
এছাড়া তিনি এলাকাবাসীকে লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বিনা কারণে বা অযথা ঘর থেকে বের না হওয়ার জন্যে সকলকে আহ্বান জানান।
ফরিদা ইলিয়াছ বলেন, চাঁদপুর পৌরবাসী ও আমাদের অভিভাবক মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে আমাদের স্ব স্ব ওয়ার্ডের জনগণকে করোনা মোকাবেলায় সচেতন করে তুলতে চেষ্টা করছি এবং জনগণকে মাস্ক পরার বিষয়ে উদ্বুদ্ধ করছি।
এ সময় তার সাথে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৭-এর সভাপতি শাহ আলম মল্লিক, জেলা যুব মহিলালীগের সদস্য জাহানারা বেগমসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।