সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০

তাহের হোসেন রুশদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার ॥

স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর পিতা শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম অ্যাডঃ তাহের হোসেন রুশদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী শাহতলীতে পবিত্র কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত, স্মরণসভা, মিলাদ ও দোয়া, মাস্ক বিতরণ ও এতিম শিক্ষার্থীদের জন্যে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।

গতকাল ৪ জুলাই রোববার সকাল ১০টায় শাহ্তলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, আজকের এ দিনে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে মরহুম তাহের রুশদীর স্মরণসভায় আপনাদের উপস্থিতি দেখে আমি অভিভূত। আমি সকলের কাছে কৃতজ্ঞ। আজ আমার বাবার ৩য় মৃত্যুবার্ষিকী। আজ দিনের শুরুতেই পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত ও স্মরণসভা করা হয়েছে। এ উপলক্ষে শাহতলীর বিভিন্ন মাদরাসার এতিমসহ মাদরাসার অন্যান্য ছাত্রদের দুপুরে খাবারের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম মোঃ শামছুল আলম চিশতী। তিনি বক্তব্যে বলেন, মরহুম তাহের হোসেন রুশদী একজন সুযোগ্য ও দক্ষ ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর সুযোগ্য সন্তান। তিনি সমাজসেবক, দক্ষ আইনজীবী ও দক্ষ শিক্ষক ছিলেন। আল্লাহ যেন ওনার পরিবারের সকলকে নেক হায়াৎ দান করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসেন, মতলব উত্তরের প্রাক্তন বিআরডিবি কর্মকর্তা সোলাইমান মুন্সি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, জিলানী চিশতী কলেজর প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, ৪নং শাহমাহমুদপর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফিরোজা বেগম, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ সফিক ক্বারী, সাবেক ছাত্রনেতা মোঃ আবুল হাশেম রুশদী, মরহুমের বড় ছেলে বগুড়া হোটেল মম ইন-এর ম্যানেজার মোঃ রুবেল রুশদী, ঢাকা শুক্রাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান মুন্সি, ব্যবসায়ী মোঃ নুরুল হক মুন্সি, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহরাব হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম ক্বারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর খান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহীদ মুন্সি প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ কামাল হোসাইন, ২য় মোহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, আরবি প্রভাষক মাওলানা এমদাদ উল্লাহ, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, জিলানী চিশতী কলেজের প্রভাষক মোহাম্মদ মানিক মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নেছার আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক ও কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী।

অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়