বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০

কচুয়ায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মোহাম্মদ মহিউদ্দিন ও মেহেদী হাসান ॥

কচুয়ায় ব্যাপক আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে কচুয়া উপজেলা যুবলীগের উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া।

উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য রওনক আরা রত্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা সহিদ, উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সবুজ, ত্রাণ বিষয়ক সম্পাদক নিমাই সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মানিক মজুমদার সোহাগ, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা আক্তার, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক সামস মিঠু, উত্তর কচুয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, কচুয়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগ নেতা গাজী ফারুক, যুবলীগ নেতা আবুল বাসার নবু প্রমুখ। সমাবেশ শেষে আগত অতিথিবৃন্দ কেক কেটে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। সমাবেশে পৌরসভাসহ ১২টি ইউনিয়ন যুবলীগের শত শত নেতা-কর্মী যোগদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়