বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০

নব্বইয়ের পর দেশের রাষ্ট্র ক্ষমতায় আসা দলগুলো গণতন্ত্রের কবর রচনা করেছেন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আঃ লতিফ শেখ বলেছেন, নব্বইয়ের পর দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য গণতন্ত্রের কবর রচনা করেছেন।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে একমাত্র পল্লীবন্ধু এরশাদের মতো আর কোনো রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক দল জনগণের মাঝে কথা বলার অধিকার দেয়নি।

তিনি আরো বলেন, যে নূর হোসেন গণতন্ত্রের জন্যে রক্ত দিয়েছেন, সে নূর হোসেনকে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। তিনি বলেন, কেন নূর হোসেন হত্যার পোস্ট মর্টেম রিপোর্ট প্রকাশ হলো না আজ দেশের মানুষ জানতে চায়। কেন নূর হোসেন হত্যায় মামলা হলো না? ১৯৯১ সালের পর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নামে অসংখ্য মামলা হলো, কিন্তু নূর হোসেন হত্যার মামলা হলো না কেন? তিনি বলেন, এখন মনে হচ্ছে জাতীয় পার্টির দুর্নাম করতেই ষড়যন্ত্রের মাধ্যমে নূর হোসেনকে হত্যা করা হয়েছে। তিনি প্রয়াত নূর হোসেনের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা রেখে বলেন, নূর হোসেন বুকে ও পিঠে যে শ্লোগান লিখেছিলেন, আজ আমরাও সেই শ্লোগান দিচ্ছি। আজ আমরাও বলছি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আমরা নূর হোসেন হত্যার বিচার চাই।

অ্যাডঃ আঃ লতিফ শেখ গত ১০ নভেম্বর বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ অস্থায়ী কার্যালয়ে চাঁদপুর জেলা জাতীয় পার্টি আয়োজিত গণতন্ত্র দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য শাহজাহান মাতাব্বর, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, শহর জাতীয় পার্টির আহ্বায়ক শাহআলম মিজি, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, গোলাম মোস্তফা, জেলা শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভূঁইয়া, জেলা জাতীয় পার্টির সদস্য খন্দকার মোঃ শামসুল আলম সুজন, আঃ ছাত্তার, পৌর জাতীয় পার্টি নেতা মোঃ কামরুল ইসলাম, সেন্টু বেপারী, সার্জেন্ট (অবঃ) গোলাম সারোয়ার, সিরু ছৈয়াল, আলী মুন্সী, খলিল সরকার, তরপুরচন্ডী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি স্বপন ডাক্তার, জেলা জাতীয় যুব সংহতির সদস্য মীর মাইনুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়