প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিন ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানী ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরম জালিয়াতি, বাক্স ছিনতাই, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে যৌথ বিবৃতিতে বলেন, সদর উপজেলার ৯টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে সরকার দলীয় ক্যাডারদের তা-ব জনগণ স্বচক্ষে দেখেছে।
জনগণ এই তামাশার নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তারা বলেন, জালভোট, ভোটের বাক্স ছিনতাই ও ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল মেরে রাখা ও ভোটারদের হাত থেকে বহিরাগত লোক দ্বারা ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার মাধ্যমে সরকারের নির্লজ্জ মুখোশ জনগণের সামনে উন্মোচিত হয়েছে। তারা বলেন, এই সরকার জনগণের ভোটাধিকার চরমভাবে হরণ করেছে। দেশের জনগণের অর্থ খরচ করে এমন একতরফা নির্বাচন দিয়ে জনগণের সাথে সরকার বারবার তামাশা করছে। সরকারি দলের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ভোটের বাক্স ছিনিয়ে নিয়ে দেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।
কমিশনের নির্লজ্জতা ও দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষোভ প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, এই নির্বাচন কমিশন সরকারের দলীয় দাসে পরিণত হয়ে তাদের অপকর্মের সহযোগী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এমন ব্যর্থ, অথর্ব নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ভোটের আশা করা যায় না। আমরা এমন নির্লজ্জ, বেহায়া ও দলীয় আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ চাই। দায়িত্বজ্ঞান সম্পন্ন সর্বদলীয় পরামর্শ নিয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচনের দাবি জানাই।