প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ সদস্যের (মেম্বার) সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে। এদেরকে ক্ষুরের আঘাতে আহত করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রের বাইরে সদস্য অলি ও সাঈদের সমর্থকদের মাঝে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কামরাঙ্গা গ্রামের শহীদুল্লাহর ছেলে রাকিব (২৫), উত্তর কামরাঙ্গা গ্রামের হাবিব উল্যাহর ছেলে আজিজ দুলাল (৩৫)সহ অজ্ঞাত আরো ২ জন।
স্থানীয়রা চাঁদপুর কণ্ঠকে জানান, ফুটবল প্রতীকের প্রার্থী সাঈদ ও চাপকল প্রতীকের প্রার্থী অলি আহমেদের সমর্থদের মাঝে সকাল সাড়ে ১০টায় বাজারের পাশে ব্রিকফিল্ডের সামনে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে সংঘর্ষ বাজার পর্যন্ত গড়ায়। এ সময় একটি পক্ষ ক্ষুর দিয়ে বেশ ক’জনকে হামলা করে আহত করে। এর মধ্যে কারো পিঠে, কারো বুকের হাড়ে ক্ষুর দিয়ে আঘাত করে। আহতদেরকে হাজীগঞ্জের বাকিলাবাজার ও হাজীগঞ্জ বাজারের হাসপাতালে পাঠানো হয়। আহতদের সবাই অলি আহমেদের সমর্থক বলে স্থানীয়রা জানান। সংঘর্ষের কিছু পরে খবর পেয়ে পুলিশের ভ্রাম্যমাণ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ চাঁদপুর কণ্ঠকে জানান, কামরাঙ্গার ঘটনায় দুজন আহত হবার খবর শুনেছি।