প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা যুবীলগের উদ্যোগে কেক কাটা, র্যালি, আলোচনা সভা এবং জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর র্যালি অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে উপজেলা যুবলীগের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল-আমিন পাটওয়ারী, পল্টন থানা ছাত্রলীগের সভাপতি আল-আমিন আহমেদ, এমপির পৌর প্রতিনিধি জাহাঙ্গীর পরোয়ান, খলিলুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজের নিঃশ্বাসের নাম যুবলীগ। দেশ স্বাধীন হওয়ার পর যুবসমাজকে কর্মমুখী করে সোনার বাংলা গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আহ্বানে শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সে থেকে আজ পর্যন্ত যুবলীগের সকল আন্দোলন সংগ্রাম, সমাজের নৈতিক কাজ, সমাজগঠনে এবং সম্প্রীতির মেলবন্ধনে আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় ফরিদগঞ্জে আবু সুফিয়ান শাহীন ও হেলাল উদ্দিনের নেতৃত্বে যুবলীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীর শারদীয় দুর্গাপূজার সময় সম্প্রীতি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা পূজার সময় পূজামণ্ডপ এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়ি-ঘর রক্ষার্থে একটানা ৭২ ঘন্টা রাত-দিন নিরলস পরিশ্রম করেছে। ফলে ফরিদগঞ্জে অপ্রীতিকর কোনো কিছুই ঘটতে পারেনি। আজকের এই যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে আগামীদিনে নিজেদেরকে আরো শাণিত করে আওয়ামী লীগের শক্তিকে অটুট রাখার শপথ নিতে হবে।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। এ সময় সকল ইউনিয়নের এমপির প্রতিনিধিগণ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস ও হারুন কিসিঞ্জারসহ এক ঝাঁক জাতীয় পর্যায়ের শিল্পীর পরিরেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।