প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০
মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এএসএম ফিরোজ আলম ও মোঃ আব্দুল হান্নানকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁরা দুজনই দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ব্যাংকের উদ্যোক্তা পরিচালক।
বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম বেঙ্গল ট্রেডিং অ্যাসোসিয়েটস (টোকিও)-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান এবং পটুয়াখালীর কালাইয়ার সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি আর্থিক সেবা, ইলেকট্রনিক মিডিয়াসহ দেশে ও বিদেশে অনেক ব্যবসার সাথে জড়িত।
বিশিষ্ট শিল্পপতি ও ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান ডেবস্টার অ্যাসোসিয়েটস লিমিটেড ও মুরাদ অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান। এছাড়াও তিনি কয়েকটি গার্মেন্টস ও বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত কর্মী। মোঃ আব্দুল হান্নান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের বাসিন্দা।