প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০০:০০
সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়নকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব
র্যাব-১১-এর একটি টিম বুধবার (১০ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জের সাবেক এমপি মরহুম আলমগীর হায়দার খানের সহোদর ও উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়ন(৫০)কে নিয়ে যাওয়ার পর সন্ধ্যার পর ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
জানা গেছে, কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২-এর ডিএডি এম মফিজুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি টহল টিম বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার একতাবাজার থেকে নয়নকে তুলে নিয়ে যায়। পরে তাকে ওইদিনই সন্ধ্যা ৭টার পর ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে (ফরিদগঞ্জ থানা মামলা নং-৩৭, তারিখ ২২/১০/২০২১খ্রিঃ ধারা ৪৪৭/৪৩৬/৫০৬(২)/৩৪ পেনাল কোড, ১৮৬০) নিয়মিত মামলার আসামী হিসেবে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্যে হস্তান্তর করে।
শাহাদাত হোসেন নয়নের পরিবার সূত্রে জানা গেছে, ইটভাটার মালিক জনৈক ওমর ফারুক রাতের আঁধারে পেট্রোল দিয়ে ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগে মামলা দায়ের করেন। তাতে সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়নকে ৫ নম্বর আসামী হিসেবে চিহ্নিত করে। সেই মামলায় হয়রানি করতেই র্যাবের মাধ্যমে এই আটকের ঘটনা ঘটায়। তারা জানায়, মূলত শাহাদাত হোসেন নয়নসহ ওই মামলার অপর কথিত অভিযুক্তরা মামলার বাদীর থেকে টাকা পাওনা। পাওনাদারদের হয়রানি করতেই এই মামলা।
এদিকে ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূরুল ইসলাম জানান, মামলাটি এখনো তিনি তদন্ত করছেন। কিন্তু বাদী অদ্যাবধি কোনো সাক্ষীকে হাজির করতে পারেননি। মামলার বর্ণিত ঘটনা রাতের আঁধারে ঘটেছে। তবে তিনি তদন্ত করে সঠিক রিপোর্ট প্রদান করবেন।