প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক প্রতিদিনের সংবাদের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং চাঁদপুর প্রতিদিনের ফরিদগঞ্জ অফিস প্রধান সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারী (৫৫) ব্রেনস্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে ঢাকা নিউরো সায়েন্স মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ইতিমধ্যেই তাকে দেখতে ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ হাসপাতালে যান।
জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকমাস পূর্বে হৃদরোগে আক্রান্ত হলে তার হার্টের রিং বসানো হয়। সেখান থেকে সুস্থ হয়ে আসলে গত সপ্তাহে ব্রেনস্ট্রোকে গুরুতর অসুস্থ হওয়ায় তাকে প্রথমে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিউরো সায়েন্স হাসাপাতালে নিয়ে যাওয়া হলে তার স্বাস্থ্যের অবস্থা আশঙ্কাজনক দেখে লাইফসাপোর্টে রাখা হয়। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার দ্রুত সুস্থতা কামনায় ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
এদিকে সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর অসুস্থতার খবর পেয়ে যারা নিয়মিত খোঁজখবর নিয়েছেন তাদের সকলের প্রতি ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।