বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০০:০০

পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে আবাসিক হোটেল মালিক সমিতির বৈঠক

পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে আবাসিক হোটেল মালিক সমিতির বৈঠক
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে আবাসিক হোটেল মালিক সমিতির কার্যকরী কমিটির সভা ও পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ নভেম্বর সন্ধ্যা ৭টায় চাঁদপুর পৌরসভার বড় স্টেশন মদিনা আবাসিক হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান গাজী (মদিনা আবাসিক হোটেল)-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদ (হোটেল গ্রান্ড হিলশা)-এর সঞ্চালনায় সভার শুরুতে সমিতির সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়। বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ মমিন উল্যাহ (সফিনা হোটেল), মোঃ নূরুল ইসলাম মিজি (হোটেল শেরাটন), খোরশেদ আলম কাঞ্চন (হোটেল গ্র্যান্ড হিলশা), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজী (হোটেল চাঁদনগর), সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রতন (শ্যামলী আবাসিক হোটেল), কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া (হোটেল সাগর ইন), সম্মানিত সদস্য ফয়সাল আহমেদ বাহার (গাজী আবাসিক হোটেল), মোহাম্মদ ইব্রাহিম কাজী জুয়েল (হোটেল ওয়েস্টার্ন) প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ রমজান ( প্রিন্স হোটেল), সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা (হোটেল গার্ডেন), গোলাম মোস্তফা খান (হোটেল আল রাজি), ওবায়দুল গণি (নিউ গাজী আবাসিক হোটেল), দপ্তর সম্পাদক লিমন গাজী (সুন্দরবন আবাসিক বোর্ডিং), প্রচার সম্পাদক সাইফুল গাজী (রশিদ আবাসিক বোর্ডিং), সম্মানিত সদস্য ইমরান খান বাবু (হোটেল আল রাশিদা), মোঃ শরীফ হোসেন কাজী (হোটেল চাঁদনগর), মোঃ ইমরান হোসেন গাজী (ভাই ভাই আবাসিক বোর্ডিং), মোঃ মোক্তার হোসেন (শরিয়তপুর আবাসিক হোটেল) ও সহ-সভাপতি মোঃ রমজান (প্রিন্স হোটেল)।

সভায় নিয়মিত ভ্যাট প্রদানে সকলকে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকদের আবাসিক ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে সুন্দর সেবা প্রদান করার প্রতি গুরুত্বারোপ করা হয়। হোটেলের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়