প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০০:০০
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বঙ্গবন্ধুর নীতি-আদর্শকে অনুসরণ করে শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু একটি শিক্ষিত জাতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করে গেছেন। সেমতে সরকার শিক্ষার একটি উন্নত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অবকাঠামোগত কার্যক্রম পরিচালনা করছেন। এ কাজের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষা অর্জনে এ উন্নত পরিবেশে শিক্ষক ও অভিভাবকদেরকে সম্মিলিতভাবে কাজ করে শতভাগ শিশুকে শিক্ষাঙ্গনে নিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সমাজ, জাতি ও রাষ্ট্রের কল্যাণে যেখানে যা প্রয়োজন তা-ই করছেন। তাই শেখ হাসিনাকে সমর্থন জানানো আমাদের নৈতিক দায়িত্ব।
বুধবার বিকেলে কচুয়ার ১৩৮নং আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মহীউদ্দীন আলমগীর উপরোক্ত কথাগুলো বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার রসুল, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর ও কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব প্রাঞ্জল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, কড়ইয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস্ মিঠু, ছাত্রলীগ নেতা ইব্রাহীম খলিল বাদল, বোরহান উদ্দিন ও সোহাগ উদ্দিন, আয়মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুক্তার মজুমদার, প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ও মনপুরা মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ মিয়া।
একই দিন তিনি মধ্য মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজ পরিদর্শন করেন।