প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ০০:০০
সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউপি নির্বাচনে ২ বারের সফল চেয়ারম্যান, রাজনৈতিক সংগঠক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আঃ হাদী মিয়া পুনরায় প্রার্থিতা ঘোষণা করেছেন। গত ২৮ অক্টোবর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূল আওয়ামী লীগ ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা বর্ধিত সভায় যোগদান করেন। তিনি আগামী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।
মোঃ আঃ হাদী মিয়া পূর্ব রাজারগাঁও মৃত মোঃ ইব্রাহীম মাস্টারের সুযোগ্য সন্তান। তার পিতাও আওয়ামী লীগ নেতা ছিলেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগ পরিবারের সাথে সম্পৃক্ত। সেই থেকে আমি আওয়ামী লীগের কর্মী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। আমি আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নিজে অংশীদার এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে উদ্বুদ্ধ করি। আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকা-ে নিজেকে আজীবন সম্পৃক্ত রাখতে চাই।
তিনি আরো বলেন, আমি উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ছিলাম। দলীয় মনোনায়ন নিয়ে একবার আওয়ামী লীগের সমর্থিত এবং একবার নৌকা প্রতীকে মোট দুইবার রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। পাঁচবার স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই। দুই মেয়াদে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ২০১৪ সালে ভারত ও মালয়েশিয়া ভ্রমণ করি। ২০১৬ সালে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া ভ্রমণ করি। বাংলাদেশ আওয়ামী লীগ ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়ন শাখার ০৬/০৫/২০১২ থেকে বর্তমান পর্যন্ত আমি দুই মেয়াদে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতির সভাপতির দায়িত্ব পালন করছি।
তিনি আরও বলেন, আমি মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৪ বারের সভাপতি ও রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুইবারের সাবেক সভাপতি। এছাড়া পূর্ব রাজারগাঁও তাহফিজুল কোরআন হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠাতা সভাপতি, পূর্ব রাজারগাঁও জিলানী ঈদগাহ ময়দানে দীর্ঘ ১৮ বছর সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের সামাজিক সংগঠনের উপদেষ্টা ও সম্পৃক্ত রয়েছি।
স্বাধীন বাংলার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ^াসী হয়ে তাঁর সোনার বাংলা গড়ার লক্ষ্যে এবং দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত, ডিজিটাল নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে আসছি। আগামী নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে রাজারগাঁওকে একটি মডেল ইউনিয়ন গড়ার প্রতিজ্ঞাবদ্ধ এবং আশাবাদী।