প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন গাজীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।
চাঁদপুর নির্বাচন অফিসে সোমবার বিকেল ৩টার পর ইঞ্জিনিয়ার রেজাউল করীমের পক্ষে চাঁদপুর বারের সভাপতি অ্যাডঃ আহছান হাবীব, মতলব উত্তর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ রুহুল আমিন, ঢাকা হাইকোর্টের ব্যারিস্টার সাখাওয়াত চৌধুরী, এজিপি অ্যাডঃ রেবেকা সুলতানা লিপি, এপিপি অ্যাডঃ জসিম উদ্দিনসহ আরো অনেক বিজ্ঞ আইনজীবীর উপস্থতিতে শুনানি শুরু হয়।
আধা ঘন্টার শুনানি শেষে সরকারি সকল নির্বাচনী বিধিমালা পর্যালোচনা করে ইঞ্জিনিয়ার রেজাউল করিমের নৌকার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন। আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।