বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ০০:০০

ইন্দোনেশিয়ায় নিহত মেরিন ইঞ্জিনিয়ারের জানাজা ও দাফন সম্পন্ন
হাছান খান মিসু ॥

চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাটের মেরিন ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ার শাহাদাত (নোমান)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ৭ নভেম্বর রোববার মরদেহ দেশে আসার কথা থাকলেও বিমানের ফ্লাইট জটিলতায় একদিন পর ৮ অক্টোবর রাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পরে ৯ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে তার জানাজার নামাজ বাবুরহাট মডেল টাউন ড্যাফোডিল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম, পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, দক্ষিণ দাসদী বোরহানুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম ও বাবুরহাট মডেল টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবদুল করিম। জানাজার নামাজে ইমামতি করেন বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ফারুক আহমেদ।

জানাজার নামাজের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদ উল্লাহ খান, জেলা সচিব সমিতির সভাপতি ও আশিকাটি ইউপি সচিব মোঃ সুলতান মাহমুদ, আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম খান, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও কমিউনিটি পুলিশিং অঞ্চল-১৪-এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ঢালী, অগ্রণী ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ লোকমান হাজরাসহ মরহুমের আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব ও এলাকার মুসল্লিগণ।

নিহত মেরিন ইঞ্জিনিয়ার ইন্দোনেশিয়ায় একটি হাসপাতালে গত ৩০ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় ৩টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। ইঞ্জিনিয়ার আনোয়ার শাহাদাত জাহাজ থেকে ৩ নভেম্বর দেশে ফেরার জন্যে ইন্দোনেশিয়ার একটি হোটেলে কোয়ারেন্টাইানে ছিলেন বলে জানা যায়। ইঞ্জিনিয়ার আনোয়ার শাহাদাতের কী কারণে মৃত্যু হয়েছে, তদন্তের পর তা জানা যাবে।

মেরিন ইঞ্জিনিয়ার আনোয়ার শাহাদাতের মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৫ বছর। মৃত্যুকালে তিনি মা, বাবা, ১ ভাই, ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইঞ্জিনিয়ার আনোয়ার শাহাদাত চাঁদপুর জেলার ইউনিয়ন সচিব সমিতির সাবেক সভাপতি ও ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কাদের মিয়ার ছোট ছেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়