বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে আমন ধান ও চাল সংগ্রহ শুরু
গোলাম মোস্তফা ॥

সরকারি সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর জেলার ৭টি উপজেলায় চলতি বছর কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ শুরু করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। গত ৭ নভেম্বর রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু জানান, জেলার ৮টি উপজেলার মধ্যে ৪টি উপজেলার কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে আমন ধান সংগ্রহ করা হবে এবং বাকি ৩টি উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি আমন ধান ক্রয় করে করা হবে। তবে হাইমচর উপজেলার কৃষকদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

চলতি বছর কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয় করার জন্যে সরকার কেজি প্রতি ২৭ টাকা দর নির্ধারণ করেছে। একজন কৃষক এ বছর ১২০ কেজি পর্যন্ত ধান দিতে পারবেন।

এ বছর জেলার সকল উপজেলা থেকে মোট ১ হাজার ৭ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া চলতি বছর জেলার বিভিন্ন রাইস মিল থেকে ৪০ টাকা ধরে ২২৮১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও সভায় জানানো হয়।

সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ চলতি বছরের ৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সরকারের খাদ্য নীতিমালা অনুযায়ী পর্যাপ্ত খাদ্য সংরক্ষণ সিদ্ধান্ত সফল করার করতে বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়