বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ০০:০০

উন্নয়নধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে জয়ী করুন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খান জাহান আলী কালু পাটোয়ারীর সমর্থনে নির্বাচনী কর্মীসভা ও গণসংযোগ অব্যাহত রয়েছে। ৮ নভেম্বর সোমবার বিকেল তিনটায় চান্দ্রা চৌরাস্তা কিন্ডারগার্টেন স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকার সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটোয়ারী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন ও চেয়ারম্যান পদপ্রার্থী খান জাহান আলী কালু পাটোয়ারী।

চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্র সরকারের সভাপ্রধানে ও যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল বাশার খন্দকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান শাহজাহান পেদা, চাঁদপুর জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা পরিষদ সদস্য মুকবুল মিয়াজী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজোয়ান, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা স্বপন পাটওয়ারী, জাহিদ মল্লিক, ইব্রাহিম ইবু প্রমুখ।

এ সময় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং ইউনিয়নের সর্বস্তরের ভোটারগণ উপস্থিত ছিলেন।

নির্বাচনী কর্মীসভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ইউনিয়নবাসীর সুখে-দুঃখে-কল্যাণে এবং উন্নয়নের জন্যে কাজ করতে হলে নৌকার কোনো বিকল্প নেই। তাই ১১ তারিখ দ্বিধাদ্বন্দ্ব ভুলে কালু পাটওয়ারীকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ বলেন, ইউনিয়নের উন্নয়নধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করুন। নৌকা জিতলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দীপু মনি এমপির হাত শক্তিশালী হবে।

চেয়ারম্যান প্রার্থী কালু পাটওয়ারী বলেন, স্থানীয় সংসদ সদস্য দীপু আপার মাধ্যমে ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। তাই দলমতের ঊর্ধ্বে অসমাপ্ত কাজ করার জন্যে নৌকায় ভোট দেয়া দরকার। নৌকায় ভোট দিয়ে চান্দ্রা ইউনিয়নবাসী কখনো হারেনি।

কর্মীসভা শেষে সন্ধ্যায় নৌকার সমর্থনে চান্দ্রা বাজারে নির্বাচনী গণসংযোগে অংশ নেন অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি চেয়ারম্যান প্রার্থী কালু পাটোয়ারীকে সাথে নিয়ে লিফলেট বিতরণ করে ভোটারদেরকে নৌকায় ভোট দেয়ার অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়