প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলায় বিনামূল্যে সার, বীজ ও কম্বাইন্ড হারভেস্টার বিতরণের শুভ উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
৮ নভেম্বর সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলা ক্যাম্পাসে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন।
অনুষ্ঠানে ২০২১-২২ অর্থ বছরে রবি/২০২২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ এবং কম্বাইন্ড হারভেস্টার বিতরণের উদ্বোধন করা হয়েছে।