বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০০:০০

শাহতলীতে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পিং উদ্বোধন
অনলাইন ডেস্ক

স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে শাহতলীতে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়েছে। সেই সাথে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে সকল ছাত্র-ছাত্রীর মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

গতকাল ৮ নভেম্বর সোমবার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জিলানী চিশতী কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসাপাতালের মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন সৈকত, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন।

উপস্থিত ছিলেন চাঁদপুর বিএনএসবির সহকারী সাপ্লাই চেইন অফিসার মোঃ আল আমিন, সিনিয়র প্যারামেডিক অফিসার মোঃ মাইনুল ইসলাম, প্যারামেডিক প্রসেনজিৎ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফাহিমা জাহান, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ লুৎফুর রহমান, সহকারী শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারী শিক্ষক মোঃ ফজলুল করিম খান, সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দিদার হোসেন মিজিসহ অন্যরা।

এ ক্যাম্পিংয়ে জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ৩শ’ ৮৩জন শিক্ষার্থীকে চক্ষু রোগের চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় ৮৫জনকে, বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় ৪৫জনকে, বিনামূল্যে চশমা পরীক্ষা করা হয় ২০জনের, বিনামূল্যে চশমা প্রদান করা হয় ১৫জনকে এবং উন্নত চিকিৎসার জন্যে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে রেফার করা হয় ১৫জন রোগীকে।

এ চক্ষু চিকিৎসা ক্যাম্প সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপকৃত হয়েছে। এ জন্যে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে স্কুল ম্যানেজিং কমিটি, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়