প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার শিউলী চক্রবর্তীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর সোমবার বেলা ১২টায় হাসপাতাল মিলনায়তনে সকল নার্সিং কর্মকর্তার আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরএমও, করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ সুজাউদৌলা রুবেল এবং চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ সেলিনা আক্তার।
নার্সিং সুপারভাইজার প্রতিভা রাণী মজুমদারের সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ নার্স মাসুম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার মাকসুদা আক্তার, সাদেক আলী, নার্সিং ইন্সট্রাক্টর নাজমুন নাহার প্রমুখ। অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য নার্স এবং বিভিন্ন বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নার্সদের দ্বিতীয় গ্রেডে পদমর্যাদা দিয়ে তাদের সম্মানিত করেছেন। দীর্ঘদিন চাকরি জীবন শেষ করে অবসরে যাওয়ায় সিনিয়র নার্স শিউলি চক্রবর্তীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি আরো বলেন, এ পেশায় যারা আছেন, তাদেরকে মানব সেবায় আরও আপগ্রেড হতে হবে। পেশাগত দায়িত্ব পালনে সেবার মান বাড়াতে হবে। পরে শিউলি চক্রবর্তীকে ফুলেল শুভেচ্ছায় ক্রেস্ট ও উপহার প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
উল্লেখ্য, শিউলি চক্রবর্তী ১৯৯৮ সালে এ হাসপাতালে যোগদান করেন। টানা ২৩ বছর নার্সিং সেবাদান করে চাকুরি জীবন শেষে অবসরে গেলেন। তাকে সহকর্মীরা অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান।