প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০০:০০
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের দরিয়া লক্ষ্মীপুর গ্রামের আমিন মিয়ার ছেলে ক্ষুদ্র খামারী (মৎস্য ও পশু-পাখি) মেহেদী হাসান মালু (২৫) ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে আকানিয়া-পরানপুর আঞ্চলিক সড়কের দরিয়া লক্ষ্মীপুর নামক স্থানে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেহেদী হাসান মালু (২৫) ও তার পরিবারের সদস্যদের উপর হামলার প্রতিবাদ জানাই। পাশাপাশি উক্ত হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মেহেদী হাসান মালুর বড় ভাই মোঃ শামীম (৩০) বাদী হয়ে পরানপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মহিনউদ্দীন (৩৩), আজিজুল হকের ছেলে মোঃ খোকন (৪৫), নলুয়া গ্রামের মোঃ শাহজাহানের ছেলে মোঃ মাসুদ, দৌলতপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে মোঃ রনি এবং চাঁদপুর গ্রামের আশেক মিলিটারীর ছেলে মোঃ সাইফুল ইসলাম সহ ১০জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এজহার সূত্রে জানা যায়, দরিয়া লক্ষ্মীপুর গ্রামের মেহেদী হাসান মালু একজন ক্ষুদ্র খামারী। তিনি মাছ চাষ এবং গরু, ছাগল, হাঁস ও মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার পার্শ্ববর্তী পরানপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মহিন উদ্দীনের (৩৩) সাথে মাছ ক্রয়-বিক্রয় নিয়ে তার বাকবিত-া হয়। ওই ঘটনার জেরে শুক্রবার দুপুরে জুমার নামাজের পূর্বে মোঃ মহিন উদ্দীনের নেতৃত্বে খোকন, মাসুদ, রনি, সাইফুলসহ আরো ৪-৫জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মেহেদীর বাড়িতে গিয়ে তাকে হত্যার হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করতে আসলে মেহেদীর মা ও বোন হামলার শিকার হয়। পরে হামলাকারীরা তার ঘর থেকে ঘর নির্মাণের জন্য রাখা দেড় লাখ টাকাসহ ঘরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
পরবর্তীতে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায় এবং মেহেদী ও তার মা-বোনকে উদ্ধার করে পাশর্র্^বর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার পর থেকেই হামলাকারী মোঃ মহিনউদ্দীন ও তার সঙ্গীরা গা ঢাকা দিয়েছে। তার পিতা মোঃ দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে জানান, শুক্রবার সকালে মেহেদী ও আমার ছেলে মহিউদ্দীনের সাথে ঝগড়ার বিষয়টি শুনেছি। কিন্তু দুপুরের হামলার বিষয়ে আমি কিছুই জানি না।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, মেহেদী হাসান মালুকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।