প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০০:০০
পঞ্চাশতম জাতীয় সমবায় দিবসে হাজীগঞ্জ উপজেলায় নিবন্ধিত সমবায় সমিতির মধ্যে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা ক্রেস্ট লাভ করে (৩৯৯/চাঁদ/১২) নিবন্ধিত মাছরাঙ্গা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ।
জাতীয় সমবায় দিবস-২০২১ উপলক্ষে গত ৬ নভেম্বর শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপ্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মৎ রাশেদা আক্তারের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মাছরাঙ্গা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ-এর সভাপতি হাজীগঞ্জ মেসার্স লাকী প্রিন্টার্সের সত্ত্বাধিকারী মোঃ সালাউদ্দিন ফারুক ও মাছরাঙা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ-এর সহ-সভাপতি মেসার্স লাকী প্রিন্টার্সের সত্ত্বাধিকারী এসএম আক্তার হোসেন।
জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, বিআরডিবির উপ-পরিচালক মোঃ মোকাব্বর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত জেলা সমবায় অফিসার মোঃ বিল্লাল হোসেন, চাঁদপুর সদর উপজেলা সমবায় অফিসার মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজীসহ উপজেলা পর্যায়ে সমবায় কর্মকর্তাগণ।
সম্মাননা ক্রেস্ট গ্রহণকালে অনুভূতি প্রকাশ করে মাছরাঙ্গা সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মোঃ সালাউদ্দিন ফারুক ও সহ-সভাপতি এসএম আক্তার হোসেন বলেন, আজকের এ সম্মাননা পদক প্রাপ্তিতে আমরা জেলা প্রশাসনসহ জেলা সমবায় বিভাগকে আন্তরিক অভিনন্দন জানাই। এ প্রাপ্তি আমাদেরকে সমবায় কাজে আরো বেশী উৎসাহিত করবে। জীবন-জীবিকার তাগিদে প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র ব্যবসায়ীসহ কর্মহীন মানুষকে কর্মমুখী করার লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা মনে করি, দারিদ্র বিমোচনে সমবায়ের অনেক অবদান রয়েছে। সকলের সমবেত চেষ্টায় সমবায়ী কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আর্থিক ও সামাজিকভাবে দারিদ্র বিমোচনে সক্ষম হবো। এজন্যে সর্বাগ্রে প্রয়োজন সকলকে সমবায়ী মনোভাবাপন্ন হওয়া।