প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০০:০০
বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল ৮ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় একাডেমির হলরুমে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। একাডেমির ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আজহার উদ্দীন পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ মমিন উল্লাহ পাটোয়ারী, বীর প্রতীক। আরও বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের ম্যানেজিং ট্রাস্টি মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দিন চৌধুরী, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ট্রাস্টি ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান মানিক, কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ মহসিন পাটোয়ারী এবং একাডেমির অধ্যক্ষ এমদাদুল হক। এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন সালমা আলম হীরা ও শিক্ষার্থীদের পক্ষ হতে দশম শ্রেণির শিক্ষার্থী উম্মে আয়মা।
দোয়া পরিচালনা করেন মৈশাদী পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব এবং মোনাজাত করেন একাডেমির ইসলাম ও নৈতিক শিক্ষার প্রভাষক মাওলানা আব্দুর রাউফ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসএসসি পরীক্ষার্থী মোঃ ইব্রাহীম হোসেন রাজা। অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।