বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০০:০০

আলী রাজা জামে মসজিদে রবিউল আউয়াল উপলক্ষে হামদ ও না’ত প্রতিযোগিতা
প্রেস বিজ্ঞপ্তি ॥

পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লামের সম্মানে মিশন রোডস্থ আলী রাজা জামে মসজিদ কর্তৃপক্ষ আয়োজন করেছে এক হামদ ও না’ত প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে চাঁদপুর শহরের বিভিন্ন স্কুল-মাদ্রাসার ১ম থেকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বিপুল উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। ‘ক’ গ্রুপে ১ম স্থান অধিকার করে চাঁদপুর কালেক্টরেট স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী ফারিফতা আন্ নাফী। ২য় স্থান অর্জন করে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী তাসফিয়া আক্তার ও তৃতীয় স্থান অর্জন করে তালতলাস্থ আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র এসএম সামিনুর রহমান। ‘খ’ গ্রুপে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র নূর-ই-মাহবুব মিশকাত ১ম স্থান, ডিএন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম ২য় স্থান এবং উক্ত বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মোঃ আল-আমিন ৩য় স্থান অর্জন করে।

উভয় গ্রুপে মোট ৮টি পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে শিক্ষা সামগ্রী ক্রয় করার জন্য ১ম স্থান অর্জনকারীদ্বয়কে নগদ দুই হাজার টাকা, ২য় স্থানকে দেড় হাজার টাকা ও ৩য় স্থানকে এক হাজার টাকা এবং সান্ত্বনা পুরস্কার প্রাপ্ত দু’জনকে পাঁচশত টাকা করে প্রদান করা হয়। এছাড়া পুরস্কার প্রাপ্ত সবাইকে একটি আকর্ষণীয় ক্রেস্ট ও বিশ্বনবী (সাঃ)-এর বিশ্ববিখ্যাত জীবনীগ্রন্থ ‘আর রাহীকুল মাখতুম’ এক কপি করে প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব সফিউদ্দিন আহমাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ নূর খান। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন আলহাজ্ব এবিএম আঃ সাত্তার, আলহাজ্ব মোঃ মুসলিম মিয়া, আলহাজ্ব মোঃ ফজলুল হক, আলহাজ্ব শামসুদ্দিন ভূইয়া বুলবুল, আলহাজ্ব আতিকুর রহমান (বাবলু), অধ্যাপক হুমায়ুন কবির ও আহমাদ হাসান আল যায়েদ রিফাই প্রমুখ। অনুষ্ঠান ও মুনাজাত পরিচালনা করেন আলী রাজা জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ ইসমাইল হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়