প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃক ইজিবাইকের জন্যে ধার্যকৃত লাইসেন্স ফি প্রত্যাহার, তেলের মূল্য বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। ৮ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি ফারুকুল ইসলাম মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদের চাঁদপুর জেলা সমন্বয়ক শাহজাহান তালুকদার, দিপালী রাণী, বাসদ উপজেলা সমন্বয়ক হারুন অর রশিদ, উপজেলা কৃষক ফ্রন্টের সভাপতি আব্দুল হক, সহ-সভাপতি দেলোয়ার মাঝি, সাধারণ সম্পাদক সফিকুর রহমান দেওয়ান, শ্রমিক নেতা আজাদ, মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ২য় শ্রেণীর ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ইজিবাইক, ব্যাটারী চালিত অটোবাইক নিবন্ধনের জন্যে প্রতি বছরের জন্যে ভ্যাট ট্যাক্সসহ ১৪ হাজার ৪শ’ টাকা নির্ধারণ করেছে, যা অযৌক্তিক ও অস্বাভাবিক। তা প্রত্যাহারসহ সাধারণ মানুষকে স্বস্তি দিতে দ্রুত জ্বালানি ও ভোজ্য তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্যে সরকারের নিকট দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।