বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ০০:০০

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্টাফ রিপোর্টার ॥

৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার অত্যন্ত জরুরি প্রতিপাদ্য বিষয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

রোববার সন্ধ্যায় গুয়াখোলা রোডস্থ মাহবুবুর রহমান শাহীনের বাসভবনে চাঁদপুর জেলা বিএনপির একাংশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীন। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ইউছুফ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খান, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী হুমায়ুন, জেলা যুবদলের সহ-সভাপতি শাহানুর বেপারী শানু, পৌর বিএনপির কোষাধ্যক্ষ কাইয়ুম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিজি, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল কাজী, সাবেক যুবদল নেতা মিন্টু তালুকদার, হুমায়ুন বেপারী, যুবদল নেতা রোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আক্তার হোসেন, যুবদল নেতা ওসমান জনি, জেলা ছাত্রদল নেতা সুকুমার রায়, মোস্তফা পাটোয়ারী, বিএনপি নেতা রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান খান, ওয়ার্ড বিএনপি নেতা মজিবুর রহমান লেদা, চুন্নু দেওয়ান ও ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম চোকদার।

এ সময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৭৫-এর ৭ নভেম্বর থেকে ১৪ নভেম্বর এ দেশে কোনো সরকার ছিল না। সিপাহী বিপ্লবের মাধ্যমে এ দেশে শান্তি ফিরে আসে। দেশে আরেকটি সিপাহী জনতার বিপ্লব প্রয়োজন। এ দানব সরকারকে হটাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়