প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ০০:০০
শারদাঞ্জলি ফোরাম, চাঁদপুর জেলার উদ্যোগে ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সন্ধ্যায় পুরাণবাজার শ্রীশ্রী রাধা মদন মোহন জিউড় মন্দিরে পালিত হয়েছে। ফোরামের জেলা সভাপতি রিপন কুমার সাহার সভাপ্রধানে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পঙ্কজ চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, শ্রীশ্রী রামঠাকুর দোল মন্দির কমিটির সভাপতি পরেশ চন্দ্র মালাকার ও শ্রীশ্রী রাধা মদনমোহন জিউড় মন্দির কমিটির সাধারণ সম্পাদক উমেশ চন্দ্র সাহা।
শুরুতেই গীতা পাঠ করেন কনিষ্ঠ সারথি অম্লান সাহা শ্যাম এবং স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ- সভাপতি জীবন মজুমদার।
উপস্থিত ছিলেন জেলা ফোরামের সারথি কার্তিক সরকার, টোটন বণিক, খোকন সাহা, খোকন মজুমদার, লিটন সাহা লিটু, অঞ্জন দাস, শম্পা দত্ত গুপ্ত, সহ-সভাপতি চন্দন দে, সহ-সাধারণ সম্পাদক সুমন বিশ্বাস অর্পণ, প্রধান সমন্বয়কারী রুবেল সরকার রিংকু, প্রচার সম্পাদক বিশ্বজিৎ সরকার ও দপ্তর সম্পাদক দীপ্ত ঘোষ।
প্রদীপ প্রজ্জ্বলন করে সকল অশুভ শক্তির বিনাশ কামনা করে মন্দির টিভির সৌজন্যে বিশ্ব শারদ সম্মান-২০২১ হিসেবে জেলার সেরা পূজা রমেশ চন্দ্র দে বাড়ির মন্দির এবং সেরা প্রতিমা রূপসা আনন্দ সাহার বাড়িকে ক্রেস্ট তুলে দেয়া হয়।