প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ০০:০০
নিখোঁজ থাকার প্রায় ১৩ বছর খোঁজ মিললো হাজীগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা মোতালেব হোসেনের (৫২)। তিনি হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছিলেন। গত শনিবার বিকেলে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ বাজার থেকে তাকে উদ্ধার করে তার পরিবার। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মাইঝের বাড়ির মরহুম সেকান্তর আলীর ছোট ছেলে। ২০০৮ সালে থেকে তিনি নিখোঁজ ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় পার্টির সময় সামরিক শাসনামল থেকে অর্থাৎ ১৯৮৯-১৯৯৮ সাল পর্যন্ত হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন মোতালেব হোসেন। মূলত আওয়ামী লীগের দুর্দিনে হাজীগঞ্জের ছাত্র রাজনীতিতে মোতালেব ছিলেন ছাত্রলীগের কা-ারীদের একজন ছিলেন। কিছুটা মানসিক ভারসাম্যহীন মোতালেব হোসেনকে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নির্দেশে তার পরিবারের কাছে রাখা হয়েছে। তবে তাকে দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে পৌর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহআলমকে।
এ বিষয়ে কাউন্সিলর মোঃ শাহআলম জানান, ২০০৭ সালে হঠাৎ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে মোতালেব হোসেন। ওই সময়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমানে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম আ.স. মাহবুব-উল আলম লিপন ব্যক্তিগতভাবে তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তার চিকিৎসায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয় করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ হন মোতালেব হোসেন।
কাউন্সিলর শাহ আলম আরো জানান, মজিবুর রহমান রাব্বি নামে আমাদের এলাকার এক ভাই (ওষুধ কোম্পানীর প্রতিনিধি) মোতালেব হোসেনকে রামগঞ্জ বাজারে দেখতে পেয়ে আমাদেরকে অবহিত করেন। খবর পেয়ে তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে আমরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জে নিয়ে আসি।
গতকাল রোববার হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ে মোতালেব হোসেনকে নিয়ে যান তার পরিবারের সদস্যরা। এ সময় তাকে দেখে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন আবেগাপ্লুত হয়ে পড়েন।
এদিকে মোতালেব হোসেনের সুস্থতার লক্ষ্যে চিকিৎসার জন্য ফান্ড গঠনে আজ সোমবার বিকেল সাড়ে চারটায় সভার আহ্বান করা হয়। সভাটি ডেকেছেন হাজীগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতারা।