প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন স্থানের জাহাজ থেকে পণ্য ও ট্যাংকার থেকে জ্বালানি তেল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চোরাচালান হচ্ছে। জ্বালানি তেল, গম, ভুট্টা, চিনি, সরিষা ও অপরিশোধিত ভোজ্য তেল রেপসিড নদীপথেই অন্যত্র পাচার হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন যাবৎ চাঁদপুরে নদীর চোরাচালানিরা আবারো সক্রিয় হয়ে উঠেছে।
গোপন সূত্রে খবর পেয়ে চোরাচালানিদের একটি গমের চালান জব্দ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের টহল টীম। ৫ নভেম্বর ভোর সাড়ে চারটার সময় পুরাণবাজার ভূঁইয়ার ঘাট থেকে একটি ট্রলারে থাকা ১১৬ বস্তা গম জব্দ করা হয়। এই সময় অন্যরা পালিয়ে গেলেও আনোয়ার হোসেন (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে বলে কোস্টগার্ড স্টেশন সূত্রে জানা গেছে।
পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য কোস্টগার্ড চোরাই গমগুলো চাঁদপুর নৌথানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। জব্দকৃত গমের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা। চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ রূটে চলাচলকারী একটি পণ্যবাহী জাহাজ থেকে এই গমগুলো পাচার করা হয় বলে জানা যায়।