বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ০০:০০

সমাজসেবার মাধ্যমে চাঁদপুরের তৃণমূল জনগোষ্ঠীকে বছরে ১৩৬ কোটি টাকার অনুদান দেয়া হচ্ছে
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুরে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীকে বছরে ১৩৫ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ৬০০ টাকার অনুদান দেয়া হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ্ড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, ১১ ক্যাটাগরিতে বছরে প্রায় ১৩৬ কোটি টাকার অনুদান চাঁদপুরের তৃণমূল জনগোষ্ঠীর মাঝে বিতরণ হয়। এর মধ্যে ১ লক্ষ ১০ হাজার ৩শ’ ৪৬ জনকে বয়স্ক ভাতা (৫০০ টাকা হারে) দেয়া হয় ৬৬ কোটি ২০ লক্ষ ৭৬ হাজার টাকা, ৪৬ হাজার ৪শ’ ৩২ জনকে বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুঃস্থ মহিলা ভাতা (৫০০ টাকা হারে) দেয়া হয় ২৭ কোটি ৮৫ লাখ ৯২ হাজার টাকা, ৩৭ হাজার ২৩ জনকে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা (৭৫০ টাকা হারে) দেয়া হয় ৩৩ কোটি ৩২ লক্ষ ৭ হাজার টাকা, ২৪ জনকে হিজড়া জনগোষ্ঠীর বিশেষ/বয়স্ক ভাতা (৬০০ টাকা হারে) দেয়া হয় ১৭ লক্ষ ২ হাজার ৮শ’ টাকা, ৭শ’ ৬৪ জনকে বেদে জনগোষ্ঠীর বিশেষ/বয়স্ক ভাতা (৫০০ টাকা হারে) দেয়া হয় ৪৫ লক্ষ ৮৪ হাজার টাকা, ৮শ' ৬৩ জনকে অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ/বয়স্ক ভাতা (৫০০ টাকা হারে) দেয়া হয় ৫১ লক্ষ ৭৮ হাজার টাকা, ১ হাজার ১শ’ ৯ জন শিক্ষার্থীকে দেয়া হয় (প্রাথমিক স্তর ৭৫০, মাধ্যমিক স্তর ৮০০, উচ্চ মাধ্যমিক স্তর ৯০০, উচ্চতর ১৩০০ টাকা) দেয়া হয় ১ কোটি ৬ লক্ষ ৮৬ হাজার টাকা, ৮ জনকে হিজড়া শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি স্তরভিত্তিক (প্রাথমিক স্তর ৭০০, মাধ্যমিক স্তর ৮০০, উচ্চ মাধ্যমিক স্তর ১০০০, উচ্চতম স্তর ১০০০ টাকা) দেয়া হয় ৬৯ হাজার ৬শ’ টাকা, ২শ’ ৫৩ জন বেদে শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি স্তরভিত্তিক (প্রাথমিক স্তর ৭০০, মাধ্যমিক স্তর ৮০০, উচ্চ মাধ্যমিক স্তর ১০০০, উচ্চতম স্তর ১২০০ টাকা) দেয়া হয় ২২ লক্ষ ৫৩ হাজার ৬শ’ টাকা, ৫শ’ ৩৪ জনকে (প্রাথমিক স্তর ৭০০, মাধ্যমিক স্তর ৮০০, উচ্চ মাধ্যমিক স্তর ১০০০, উচ্চতম স্তর ১২০০ টাকা) দেয়া হয় ৪৯ লক্ষ ৬৫ হাজার ৬শ’ টাকা, ৪শ’ ৬০ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি (মাথাপিছু ৫০ হাজার টাকা করে) এককালিন সুবিধা দেয়া হয় ২ কোটি ৩০ লক্ষ টাকা। চাঁদপুর জেলায় মোট ১ লক্ষ ৯৯ হাজার ২শ’ ৮৩ জন এ অনুদান পেয়ে থাকেন।

গত শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি বলেন, শেখ হাসিনা তৃণমূলের অসহায় রোগীদের কথা ভেবে ৫০ হাজার টাকার অনুদান দিচ্ছেন। এই সহায়তা কিছুটা লাঘব হবে আপনাদের। যে মানুষটি দিনরাত এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা করছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবারই সম্মান, জীবনমান নিয়ে দিবানিশি কাজ করেন। যিনি আমাদের জীবন-মান উন্নতির জন্য নিরলস কাজ করে যাচ্ছেন, আপনারা সেই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের জন্যে দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে দেশের মানুষের জন্য আরো করতে পারবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়