বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০০:০০

মতলবে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলবগঞ্জ জে.বি. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ৬ নভেম্বর শনিবার দুপুর ২টায় দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত দু’বছর পূর্বে তিনি স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। ৫ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটে মতলব দক্ষিণ উপজেলার দগরপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.....রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নামাজে জানাজার পূর্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক, ২নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী, মরহুমের একমাত্র ছেলে সানাউল করিম সাগর।

বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ জয়নাল আবেদীনকে পুলিশের একটি চৌকষদল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, সহকারী কমান্ডার মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য, বিভূতি ভূষণ সরকার প্রমুখ। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়