প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ নভেম্বর সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সাধারণ সভায় ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ সুলতান মাহমুদের সভাতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বাপসার সহ-সভাপতি মোঃ বশির উল্যাহ খন্দকার, যুগ্ম সম্পাদক মহিবুবুল আহসান নিপু, সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ খান শাহিন, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সোহেল, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল মানিক, গাজীপুর ইউনিয়ন পরিষদ সচিব নির্মল কৃষ্ণ পাল, চাঁদপুর সদর উপজেলা বাপসার সভাপতি মিজানুর রহমান সর্দার, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সোহাগ, মতলব উত্তর উপজেলা বাপসার সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, এখলাছপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ করিম আহমেদ দিপু, মতলব উত্তর উপাদী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ওয়াদুদ সরদার, কচুয়া উপজেলা বাপসার সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ, সাধারণ সম্পাদক ফররুখ আহমেদ, শাহরাস্তি উপজেলা বাপসার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সদস্য মৃত্যুঞ্জয় চক্রবর্তী, হাজীগঞ্জ উপজেলা বাপসার সভাপতি সোলায়মান মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম, ফরিদগঞ্জ উপজেলা বাপসার সভাপতি গোলাম মোস্তফা শামীম, সাংগঠনিক সম্পাদক অন্তু দে, সদস্য প্রবাহ চন্দ্র দাস, মতলব দক্ষিণ উপজেলা বাপসার সাধারণ সম্পাদক মশিউর রহমান রিয়াদ, ফতেহপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল ওহাব প্রমুখ। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য বর্তমান কমিটিকে পুনরায় নির্বাচিত করা হয়।
নির্বাচিতরা হলেন : সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি মোঃ বশির উল্যাহ খন্দকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, যুগ্ম সম্পাদক মোঃ মহিবুবুল আহসান নিপু, সাংগঠনিক সম্পাদক ছালামত উল্যাহ খান শাহীন, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সোহেল ও প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল মানিক। উক্ত কমিটির মেয়াদ শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ থেকে।