প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০০:০০
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাপাতলী লতিফিয়া ফাযিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ ৬ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার মাদ্রাসা মাঠে অবসরপ্রাপ্ত ৬ শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসা গভর্নিংবডির সদস্য মাওলানা আঃ হাইয়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দিন।
মাদ্রাসার সাবেক শিক্ষার্থী গোলাম গাউসের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম মজুমদার, সংবর্ধিত বিদায়ী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী, বিদায়ী শিক্ষক সহকারী অধ্যাপক আনম খোরশেদ আলম, মাওলানা আলী আশ্রাফ, ইবতেদায়ী প্রধান মোঃ শহিদুল ইসলাম, মাওলানা এএনএম আবু বক্কর সিদ্দিক, শাহ-আলম, মনপুরা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, শিক্ষক মাওলানা জাকির হোসেন, অভিভাবক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহাগ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ।
একই দিনে মাদ্রাসার ২০২১ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ ও মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী।
এ সময় মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ, কোহলথুড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব মাস্টার, মাদ্রাসা গভর্নিংবডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।