বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০০:০০

নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়-২০২১ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২০ সালে এসএসসি পরিক্ষায় এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৯জন কৃতী শিক্ষার্থীর মাঝে বৃত্তির অর্থ বিতরণ করা হয়।

৬ নভেম্বর শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার।

তিনি বলেন, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্যে এই পরীক্ষা সামনে এগিয়ে যাবার একটি সিঁড়ি। এই সিঁড়ি সম্মানের সাথে পার করতে পারলে তোমরা আরো উচ্চতায় নিজেদের নিয়ে যেতে পারবে। তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা যতো বড় উচ্চতায় যাও না কেন এই বিদ্যালয়কে ভুলবে না। এই বিদ্যালয়ের শিক্ষকদের ভুলবে না।

তিনি বলেন, তোমরা জীবনে যা কিছু হও না কেন, সবার আগে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। জীবনে ভালো মানুষ হবার কোনো বিকল্প নেই। তোমরা ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হয়ে বাবা-মা এবং বিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হান্নান মিজির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোজাম্মেল হোসেন ঢালীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মহিন উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিক উল্লাহ পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক তালুকদার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ মহিউদ্দিন মিজি, আমিনুল হাসান, মোঃ জাহাঙ্গীর হোসাইন, ইব্রাহীম খান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র প্রমুখ।

পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিদায় বাণী পাঠ করেন সাদিয়া আক্তার ও বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় বাণী পাঠ করেন অষ্টম শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম মিঠু, এবিএম শাহআলম, আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল গণি, কমিউনিটি পুলিশিং সভাপতি জাকির হোসেন বহরদার, ম্যানেজিং কমিটির সদস্য সালেহা বেগম, অভিভাবক সদস্য জিএম রফিকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও এসএসসি পরিক্ষার্থীবৃন্দ।

বিদায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কবির আহমেদ ওসমানী। এ বছর এ বিদ্যালয় থেকে ২৯৩জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের স্থায়ী দাতা সদস্য ও সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করার উৎসাহ জোগাতে তার প্রতিশ্রুতি মোতাবেক গতবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন কৃতী শিক্ষার্থীর মাঝে নগদ ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তির টাকা তুলে দেন। একই সাথে তিনি এবছরও ভালো ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে বৃত্তি দেয়ার ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়