প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে কেক কেটে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ৫ অক্টোবর শুক্রবার দুপুরে হাজীগঞ্জ ফুড লাভার্স মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি কাজী শাহাদাত, হাজীগঞ্জ মডেল কলেজের সাবেক অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারী, জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আহসান হাবিব অরুণ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশসহ চাঁদপুর জেলার প্রায় দুইশ’ সংবাদকর্মী।