প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০০:০০
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ইলিশের বাড়ি চাঁদপুর ’৯৮ ব্যাচের খেলোয়াড়রা (ছাত্ররা)। এ সময় তারা তাদের দলের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে দলের জার্সি উপহার দেন।
বৃহস্পতিবার রাতে খেলোয়াড়রা শিক্ষামন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করেন এবং ঢাকায় যে তারা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন সেজন্যে তার কাছ থেকে দোয়া নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডঃ জাফর ইকবাল মুন্না।
ইলিশের বাড়ি চাঁদপুরের দলের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান জসিম, সবুজ, বিল্লাল, গাজী শুভ, নাছির, এনামুল বাপ্পী, কাজল নন্দী, বাপ্পি, শামিম, মনির, অপু, সেলিম রেজা, আজমীর, মমিন নয়ন, রবি ও রিপনসহ অন্যরা।
ইলিশের বাড়ি চাঁদপুর দলের অধিনায়ক সবুজ এ প্রতিবেদককে মুঠোফোনে জানান যে, আমাদের চাঁদপুরের গর্ব শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি মহোদয় আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং খেলার ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছেন। আমরা চাঁদপুরের বিভিন্ন স্কুলের একই ব্যাচের ছাত্ররা আমাদের প্রিয় আপার সাথে দেখা করতে যাই।