প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০০:০০
ঢাকার মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজ মাঠে এসএসসি ১৯৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সুপারস্টার টিস্যু ফ্রেন্ডস টি-১০ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। এ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন ইলিশের বাড়ি চাঁদপুরের ’৯৮ ব্যাচের ছাত্ররা। খেলার একদিন আগে তারা শুভেচ্ছা বিনিময়সহ দোয়া নিয়ে আসেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির কাছ থেকে। খেলায় ইলিশের বাড়ি চাঁদপুর ঢাকার খিলগাঁওয়ের সাথে ৫৩ রানে জিতলেও হেরেছে নারায়ণগঞ্জের সাথে। তবে প্রত্যেক দলের সকল খেলোয়াড়ই ’৯৮ ব্যাচের শিক্ষার্থী।
শুক্রবার অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেয় ইলিশের বাড়ি চাঁদপুরসহ মোট ২৪টি দল। ইলিশের বাড়ি চাঁদপুর শুক্রবার সকাল সাড়ে ১১টায় টেন ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জের সাথে। নারায়ণগঞ্জ টসে জিতে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। জবাবে চাঁদপুরের দলটি নির্দিষ্ট ওভারে মাত্র ৮৮ রান করে হেরে যায়।
দিনের ২য় খেলায় দুপুরে ইলিশের বাড়ি দলটি অংশ নেয় ঢাকার খিলগাঁও ’৯৮ ব্যাচের সাথে। চাঁদপুর দলটি টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা নির্দিষ্ট ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ রবি ৫০ ও জসিম ৩১ রান করেন। খিলগাঁও ১৪০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নেমে নির্দিষ্ট ওভারে ৮৬ রান করেন। ইলিশের বাড়ি চাঁদপুরের দলটি ৫৩ রানে জয় পায়। ইলিশের বাড়ি চাঁদপুর দলের টিম ম্যানেজার হাবিবুর রহমান জসিম, কোচ আরিফুর রহমান পাটোয়ারী ও দলীয় অধিনায়ক তোফায়েল কাজী সবুজ। খেলোয়াড়রা হচ্ছেন বাপ্পি, কাঞ্চন, কাউসার, শাকিল, শামিম, কাজল, জসিম, মনির, গাজী শুভ্র, রবিউল, রবি, মাসুদ রানা, এনামুল বাপ্পি ও মোজাম্মেল হোসেন।