প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ০০:০০
মুন্সীরহাট বাসস্ট্যান্ডে সন্ত্রাসী হামলায় ওয়াইফাই ব্যবসায়ীসহ ৫ জন আহত হয়েছে। ৩০ অক্টোবর শনিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ক্যাবল ব্যবসায়ী চাঁদপুর বন বিভাগ রোডের বাসিন্দা মেহেদী হাসান ও রিয়াদ হোসেন গতকাল দুপুরে ব্যবসায়িক কাজে মুন্সীরহাট বাজারে গেলে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় হারুনের ছেলে হানিফ তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে। বিষয়টি মীমাংসার জন্যে সাথে সাথেই ঘটনাস্থলে সালিস ডাকে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সালিস চলাকালে হারুন, তার দু ছেলে সবুজ ও হানিফ, সেলিম, কবির, ফারুকসহ ১৫/২০ জন মিলে লাঠিসোঠা নিয়ে ফের সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মেহেদী হাসান, রিয়াদ হোসেন, সাকিবুল হাসান, সাগর হোসেন, ইশাত গাজী ও ইমরান হোসেনকে বেধড়ক মারধর করে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ ফরহাদুল করীম জানান, এদের মধ্যে সাকিবুল হাসান ও ইশাতের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগরের মাথায় ৫টি সেলাই ও ইমরানের বাম হাতে প্লাস্টার করে বাড়িতে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থাগ্রহণের প্রস্তুতি চলছে।