বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ০০:০০

মুন্সীরহাটে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলায় আহত ৫
অনলাইন ডেস্ক

মুন্সীরহাট বাসস্ট্যান্ডে সন্ত্রাসী হামলায় ওয়াইফাই ব্যবসায়ীসহ ৫ জন আহত হয়েছে। ৩০ অক্টোবর শনিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ক্যাবল ব্যবসায়ী চাঁদপুর বন বিভাগ রোডের বাসিন্দা মেহেদী হাসান ও রিয়াদ হোসেন গতকাল দুপুরে ব্যবসায়িক কাজে মুন্সীরহাট বাজারে গেলে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় হারুনের ছেলে হানিফ তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে। বিষয়টি মীমাংসার জন্যে সাথে সাথেই ঘটনাস্থলে সালিস ডাকে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সালিস চলাকালে হারুন, তার দু ছেলে সবুজ ও হানিফ, সেলিম, কবির, ফারুকসহ ১৫/২০ জন মিলে লাঠিসোঠা নিয়ে ফের সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মেহেদী হাসান, রিয়াদ হোসেন, সাকিবুল হাসান, সাগর হোসেন, ইশাত গাজী ও ইমরান হোসেনকে বেধড়ক মারধর করে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ ফরহাদুল করীম জানান, এদের মধ্যে সাকিবুল হাসান ও ইশাতের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগরের মাথায় ৫টি সেলাই ও ইমরানের বাম হাতে প্লাস্টার করে বাড়িতে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থাগ্রহণের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়