প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ০০:০০
আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নে নৌকার বিজয়ের লক্ষ্যে ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির নির্দেশে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর শনিবার বিকেল ৩টায় মদিনা মার্কেট সংলগ্ন বালুর মাঠে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশর্^াদ আসু বেপারীর সভাপ্রধানে ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল বাশার খন্দকারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আজিজ খান বাদল প্রমুখ। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন গাজী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খান জাহান আলী কালু পাটোয়ারী।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ লক্ষ্মণ সরকার, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান মুকুট চৌধুরী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন মিয়া (বাবু), সদস্য জাহিদ হাসান টিটু, মোঃ রাসেল পাটওয়ারী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বেপারী, সাংগঠনিক সম্পাদক মিজানসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খানজাহান আলী কালু পাটোয়ারীকে আগামী ১১ নভেম্বর নির্বাচনে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করতে অতীতের সকল দ্বিধাবিভক্তি ভুলে এ ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।