প্রকাশ : ৩১ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। ৩০ অক্টোবর শনিবার সকালে বিদ্যালয়ের নির্মাণাধীন ত্রিতল একাডেমিক ভবনের একতলা উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা ইয়াসমিনসহ সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে তিনতলা ফাউন্ডেশনকৃত দ্বিতল ভবনের প্রাথমিকভাবে একতলার কাজ সম্পন্ন হয়। ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা। ভবনটির নির্মাণ কাজ সম্পূর্ণভাবে শেষ হলে শ্রেণিকক্ষ সঙ্কট অনেকটা নিরসন হবে বলে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আশাবাদ ব্যাক্ত করেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। শিক্ষকরাও সেদিকে লক্ষ্য রাখবেন। শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।
এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যন অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, শিক্ষা বিভাগীয় প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াস উদ্দিন পাটওয়ারী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, ইউপি চেয়ারম্যান মোঃ হযরত আলী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দসহ অভিভাবক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যালয়টি বর্তমানে পূর্বের চেয়ে শিক্ষা কার্যক্রমে অনেকটাই এগিয়ে রয়েছে। স্বাস্থ্যসেবা সহায়তার লক্ষ্যে বিদ্যালয় বন্ধ থাকাকালে বিদ্যালয় ভবনে করোনা প্রতিরোধক ভ্যাকসিন প্রদান কার্যক্রমে প্রধান শিক্ষক মোর্শেদা ইয়াসমিনের সহযোগিতা ছিলো লক্ষ্যণীয়।