প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০০:০০
এনবিআরের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ মোঃ গোলাম হোসেনের উদ্যোগে কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে কেকে কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। কেক কাটা শেষে আনন্দ মিছিল পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি ও যুবলীগ নেতা মনির প্রধানের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ সদস্য মোঃ জোবায়ের হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল আলম টগর, লিটন মুন্সি, সাধারণ সম্পাদক রেজাউল মাওলা হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মুন্সি, পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী আক্কাছ, ছাফার উল্লাহ, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ মনির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল সর্দার, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, চাঁ.প.ই. ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান উল্লাহ প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।