প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ উপলক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অহিদুজ্জামান, বেলতলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, মৎস্যজীবী ওমর আলী, ইমাম হোসেন প্রমুখ।