প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০০:০০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার। এ সময় তিনি বলেন, সুস্থ থাকতে মাস্ক পরার বিকল্প নেই। আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় অবশ্যাই সচেতন হতে হবে। মনে রাখতে হবে, করোনার প্রভাব থেকে আমরা এখনো মুক্ত হতে পারি নি। আমরা করোনা কারণে আমাদের অনেক কাছের মানুষকে হারিয়েছি। তাই আমাদের সকলের উচিত করোনা মহামারি সম্পর্কে সচেতন হওয়া। আমরা কারো সাথে হ্যান্ডসেক করবো না। আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাত্যাহিক কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ। মাস্ক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান, ইন্সপেক্টর বাপন সেন, উপ-পরিদর্শক পিয়ার হোসেন, সহকারী উপ-পরিদর্শক মোঃ আশরাফ আলী, জাহাঙ্গীর হোসেন, নাজিয়া আরেফিন, নূরুল অফিসার, শরীফুল ইসলাম প্রমুখ।
উল্লখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বাসচালক, সিএনজি অটোরিকশা চালক, অটো চালক, পথচারীসহ প্রায় ৫শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।