প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ফরিদগঞ্জে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ও উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি।
সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ বর্ণাঢ্য র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, দলের দলের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার প্রমুখ।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হকের উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। আর উপজেলা ওলামা লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয় দোয়া।
উপজেলা আওয়ামী যুব লীগ তাদের কার্যালয়ে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেন। বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন আহম্মেদ প্রমুখ।