প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে আদালতের নির্দেশে বিভিন্ন স্থাপনা উচ্ছেদের পর ছয়জন লীজগ্রহীতাকে জমি বুঝিয়ে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল উদ্দিন। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপর ইউনিয়নের পূর্ব লোধেরগাঁও গ্রামের মহামায়া বাজার সংলগ্ন দত্ত বাড়িতে এ উচ্ছেদ অভিযান হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্রয়োজন সংখ্যক পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট দফতরের লোকজন ছিলেন। এ সময় শ্রমিকদের মাধ্যমে সেই জমিতে থাকা বিভিন্ন স্থাপনা ভেঙ্গে সরিয়ে দেয়া হয়। পরে জমির লীজ গ্রহীতাদের আদালতের নির্দেশনা মোতাবেক তাদের জমি বুঝিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা গেছে, সম্পত্তির লীজগ্রহীতাগণ হচ্ছেন : পূর্ব লোধেরগাঁও গ্রামের মৃত রত্নেশ্বর দত্তের ছেলে সমর দত্ত, মৃত হরেন্দ্র দত্তের ছেলে রাধাকুঞ্জ দত্ত, নিকুঞ্জ মোহন দত্তের ছেলে প্রদীপ দত্ত, মৃত সুরেন্দ্র দত্তের ছেলে সুবল দত্ত, মৃত হারাধন দাসের ছেলে বিজয় দাস ও মৃত কুদ্দুছ খানের ছেলে কামাল হোসেন খান লালু।
জেলা প্রশাসকের ১/১ খতিয়ানের ১ একর ১৫ শতাংশ সম্পত্তির মধ্যে ৬৮৯ দাগে ০.০৮৩৮ একর সম্পত্তি অমৃত লাল দত্তের একটি পুরাতন ঘর বিদ্যমান ভোগদখল থাকায় ভূমি লীজগণ এই সম্পত্তি বুঝে পেতে আনুমাণিক ৩৫ বছর আগে আদালতে মামলা করলে শেষ পর্যন্ত আদালতের রায়ে উক্ত সম্পত্তি বুঝিয়ে দিলেন এসিল্যান্ড। এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল উদ্দিন বলেন, আমরা আদালতের নির্দেশে উক্ত ১ একর ১৫ শতাংশ বিপি সম্পত্তি লীজ গ্রহীতাদের বুঝিয়ে দিতে এসেছি। আজ বৃহষ্পতিবার থেকে ছয়জন লীজগ্রহীতা উক্ত সম্পত্তি দখলে থাকবেন।
সম্পত্তি উচ্ছেদকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার এসআই নাছির, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বেপারী, ইউপি সদস্য মোক্তার হোসেন মিজি, পারুল আক্তার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ মিন্টু হাজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হেলাল বেপারী, সোহরাব হোসেন কুসুম, মনির হোসেন, সমাজসেবক আরিফুর রহমান সুজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।