প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ৩০ সেপ্টেম্বর নতুন করে চাঁদপুর পৌর এলাকার ৬টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়েছে। পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের বিশেষ ব্যবস্থাপনায় পৌর এলাকার পুরাণবাজার হাফেজ মাহমুদা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, রঘুনাথপুর হাজী করিম খান কেন্দ্র, বাবুরহাট স্কুল এন্ড কলেজ কেন্দ্র, শহরের মিশন রোডস্থ সূর্যের হাঁসি ক্লিনিক, বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয় ও নতুনবাজার শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ টিকা প্রদান করা হয়। পৌর স্বাস্থ্য কর্মীরা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে কোভিড-১৯-এর এই টিকা প্রদান করেন। প্রতিটি কেন্দ্রেই টিকা নিতে আসা মানুষদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। এদিন ২৫ বছর ঊর্ধ্ব নাগরিকগণ করোনার টিকা গ্রহণ করেন। মেয়র জিল্লুর রহমান জুয়েল টিকা গ্রহণকারীদের ধন্যবাদ জানান।