রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০০:০০

ভূমি সেবায় দালালের হয়রানি রোধের চেষ্টা করছি
প্রেস বিজ্ঞপ্তি ॥

সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের সাথে চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের ভূমিখাতে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার সহজীকরণ ও জনভোগান্তি হ্রাস : চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভা গতকাল ৩০ সেপ্টেম্বর ২০২১ অনুষ্ঠিত হয়। সনাকের সভাপতি শাহানারা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা জায়গা জমি নিয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সরাসরি আমার অফিসে চলে আসবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করতে। তবে কোনো দালালের কাছে যাবেন না। তিনি আরও বলেন, আমরা যখন সম্পত্তি ক্রয় করি তখন যে জায়গাটা ক্রয় করি সেই জায়গার দাগ নাম্বারটা দেখে ক্রয় করি না। এটা আমরা অনেকেই ভুল করি। পরবর্তীতে দেখা যায় দখল ও দাগ নিয়েই বেশি সমস্যা হয়। আপনারা সম্পত্তি ক্রয় করার পূর্বে অবশ্যই কাগজপত্র পর্যালোচনা করে জায়গার দখল ও দাগ নাম্বার দেখে ক্রয় করবেন। ভূমি নিয়ে সাধারণ জনগণ খুবই অজ্ঞ। তাই অনেকেই আমাদের কাছে সরাসরি না এসে দালালের মাধ্যমে কাজ করার চেষ্টা করে।

এছাড়াও তিনি অংশগ্রহণকারীদের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের জবাব দেন। তিনি ভূমি বিষয়ক যেকোনো সমস্যায় সরাসরি তাঁর সাথে যোগাযোগ করার আহ্বান জানান। সেবা নিতে এসে সাধারণ জনগণ যাতে কোন হয়রানীর শিকার না হয় আমি যোগদান করার পর থেকে সেই চেষ্টাই করে যাচ্ছি।

তিনি বলেন, ভবিষ্যতেও আপনারা এ ধরনের কর্মসূচি আরও করবেন। আমার পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে। আপনাদের পরামর্শগুলো আমি গ্রহণ করেছি। এতো সুন্দর একটি ভার্চুয়াল সভা আয়োজন করার জন্য তিনি সনাক ও টিআইবিকে ধন্যবাদ জানান।

স্বাগত বক্তব্যে সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত বলেন, সনাক-টিআইবি বিভিন্ন প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে। আমাদের আজকের সভার মূল উদ্দেশ্যই হলো সমস্যা চিহ্নিতকরণ এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সেই সমস্যাগুলোর সমাধানের উদ্যোগ গ্রহণ। ভূমিখাতে যেসকল সমস্যা রয়েছে আমরা আশা করছি এই ডিজিটালাইজেশনের যুগে এসকল সমস্যার সমাধান হয়ে যাবে। ভূমি সেবা প্রদানে সরকার খুবই আন্তরিক। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে ভূমিখাতে জনগণের মুখোমুখি অনুষ্ঠান, আলোচনা সভা, সিটিজেন চার্টার স্থাপন, ক্যাম্পেইন ও তথ্যবোর্ড স্থাপনসহ বহু কর্মসূচি সম্পন্ন করেছি। আজকের এই সভার মাধ্যমে এবং ভূমি বিষয়ে বিভিন্ন আলোচনার ফলে ভূমি সেবাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছি। তিনি সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

সনাক সভাপতি শাহানারা বেগম বলেন, আজকের আলোচনা থেকে বুঝা যায় আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সকলের সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এটাই আমদের মূল উদ্দেশ্য। আসলে মানুষ সরাসরি ভূমি অফিসে যেতে চায় না। তারা চায় দালালের মাধ্যমে কাজ সমাধান করতে। আমরা চাই সেবা নিতে এসে সাধারণ জনগণ যাতে কোন হয়রানির শিকার না হয়। আর সহকারী কমিশনার মহোদয়ের কাছ থেকে আমরা সেই আশ^াসই পেয়েছি। তিনি সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

টিআাইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন চাঁদপুর পৌর ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল লতিফ গাজী, মোঃ দিদার আহমেদ, সনাক সদস্য রফিক আহমেদ মিন্টু, অ্যাডঃ পলাশ মজুমদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, সনাক-চাঁদপুরের জলবায়ু বিষয়ক জন অংশগ্রহণ কমিটি (সিসিপি)-এর কমিটির সদস্য সুফী খায়রুল আলম খোকন, ইয়েস দলনেতা অনয় দেবনাথ, সহ-দলনেতা অসীমা রাণী দাস প্রমুখ। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সনাক চাঁদপুরের সদস্যবৃন্দ, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের দলনেতা ও সহ-দলনেতাবৃন্দ ও ইয়েস সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়