রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

নারী শিক্ষাকে শতভাগ এগিয়ে নিতে পারলে দেশ আরো দ্রুত এগিয়ে যাবে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

‘জনবহুল ও বিস্তৃত জনপদ ফরিদগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের মানুষ শিক্ষাসহ নানা উন্নয়নে অপেক্ষাকৃত অবহেলিত ছিলো। চাঁদপুর সেচপ্রকল্প বাঁধের বাইরে থাকাসহ নানা কারণেও এই অবস্থার শিকার তারা। তবে ১৯৯৪ সালের ৭ সেপ্টেম্বর সাড়ে ৫ একর সম্পত্তির উপজেলার পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের আশা-ভরসার প্রতীক হয়ে দাঁড়ায় গল্লাক আদর্শ কলেজ। প্রায় ১ হাজার শিক্ষার্থীর মধ্যে ৮৫ থেকে ৯০ ভাগ শিক্ষার্থী মেয়ে। অর্থাৎ গ্রামের নারী শিক্ষাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে কলেজটি।’

নারী শিক্ষাকে আরো একধাপ এগিয়ে নেয়ার ঘোষণা দেয়ার প্রাক্কালে এসব কথা বলেন ফরিদগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। মঙ্গলবার তিনি কলেজের বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনকালে দূরদূরান্ত থেকে আগত কলেজের শিক্ষার্থীদের জন্যে দুটি বাস দেয়ার ঘোষণা দিয়ে বলেন, প্রতি বছর সরকার আমাকে ৫ কোটি টাকা দেয় এলাকার উন্নয়নসহ নানা কাজে ব্যয়ের জন্যে। আমি এ বছর এই অর্থ পেলে উপজেলার পূর্বাঞ্চলের শিক্ষাকে বিশেষ করে নারী শিক্ষাকে এগিয়ে নিতে প্রথমেই দুটি বাস কিনে দেবো। এছাড়া শিক্ষকদের জন্যে আবাসিক হল ও মেয়েদের জন্য আবাসিক হলের বিষয়টিও মাথায় রয়েছে। ইতিমধ্যেই কলেজ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে কলেজের চারিদিকে দেয়াল নির্মাণ এবং পুরো কলেজটিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, কলেজ গভর্নিংবডি বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা নামে কলেজটি নামকরণ করার জন্যে আমার নিকট প্রস্তাব করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। আশা করছি তিনি সম্মতি দিলে পূর্বাঞ্চলের মানুষের শিক্ষা ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে। হয়তোবা একসময় এটি সরকারিকরণও হয়ে যাবে। ফলে অপেক্ষাকৃত আর্থিকভাবে দুর্বল অভিভাবকরা নিশ্চিন্তে তাদের সন্তানদের এখানে পাঠাতে পারবেন।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, নারী শিক্ষাকে শতভাগ এগিয়ে নিতে পারলে দেশ আরো দ্রুত এগিয়ে যাবে। সরকার উপবৃত্তি থেকে শুরু করে অনেক কিছুই করছে নারী শিক্ষাকে এগিয়ে নিতে। তারপরও সকলের উচিত সরকারের সাথে সাথে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করে নারী শিক্ষাকে আরো এগিয়ে নেয়া।

এ সময় কলেজ অধ্যক্ষ হরিপদ দাস, উপাধ্যক্ষ খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গণি বাবুল পাটওয়ারী, কলেজের প্রভাষক শরীফ পাটওয়ারী, গুপ্টি পূর্ব ইউনিয়নের এমপি প্রতিনিধি আঃ সাত্তার পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়