প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাছানাতকে চেক জালিয়াতি ও নাশকতার দু’টি মামলায় গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
জানা যায়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান হাছানাতের বিরুদ্ধে তার ভগ্নিপতির চেক জালিয়াতির মামলা এবং সরকার বিরোধী আন্দোলনের নামে নাশকতা সংক্রান্ত ১টি মামলাসহ ২টি মামলায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। গ্রেফতারি পরোয়ানা মূলে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মেজবাহ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মহামায়া বাজার এলাকা থেকে তাকে আটক করেন।
চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায়, এনআই অ্যাক্ট মামলা নং-১৩৮ ও সি আর ৩৮১/১৬। এ দু’টি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।