প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
হাইমচর উপজেলাধীন ৩নং আলগী দুর্গাপুর (দঃ) ইউনিয়নের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামে পানিতে ডুবে সামিয়া নামের ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সামিয়া ঐ গ্রামের মোঃ আনোয়ার হোসেন রাঢ়ীর একমাত্র কন্যা সন্তান।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে সামিয়াকে তার মা সংসারের কাজের ফাঁকে না দেখতে পেয়ে খুঁজতে থাকেন। হঠাৎ দেখেন, ঘরের পাশে পুকুরে ভেসে আছে সামিয়া। সাথে সাথে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।